কুষ্টিয়ায় অপহরণকারীদের কবল থেকে অপহৃত যুবক উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অপহরণকারীদের কবল থেকে অপহৃত যুবক উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ যুবককে অপহরণের কয়েক ঘন্টা পরে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ। ভ্ক্তুভোগী যুবক মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রাজ্জাকের ছেলে জুয়েলার্স ব্যবসায়ী শাকিল। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের লতিফ মেম্বারের ছেলে রেন্টু, কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকার খলিলুর রহমানের ছেলে রানা ও তাদের সাঙ্গপাঙ্গ। তবে এ ঘটনায় অভিযুক্ত কোন আসামীকে আটক বা তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি বলে জানা গেছে। গত রবিবার (২৩ নভেম্বর)  রাত ১০ টার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রাম থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়,  অপহরণকারীরা ভুক্তভোগীকে মিরপুরের মশান এলাকা থেকে মোটরসাইকেল যোগে তুলে এনে আমবাড়িয়ার বিভিন্ন  স্থানে অবস্থান করতে থাকে। এসময় তার পকেটে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আরও টাকার জন্য বাড়িতে ফোন দিয়ে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এরপর ভ্ক্তুভোগীর  মা বিকাশে টাকা পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আমবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয়রা ঘটনাটি জানলে বিভিন্ন মাধ্যমে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে।

একপর্যায়ে অভিযুক্তরা ১৪ হাজার টাকা অন্য মাধ্যমে পাঠিয়ে দেয়। এবং ভ্ক্তুভোগীকে তা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আরেকটি সূত্র জানায়, ভুক্তভোগী শাকিল পোড়াদহ বাজারে জুয়েলার্সের ব্যবসায়ী এবং তারই দোকানের এক কর্মচারী অভিযুক্তদের সাথে মাদক ব্যবসার কারবার করেন। মাদক ব্যবসার দেনা-পাওনা সংক্রান্ত কারণে অভিযুক্তরা ভ্ক্তুভোগীর কর্মচারীর নিকট থেকে পাওনা টাকা না পেয়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মটর সাইকেলে তুলে নিয়ে আমবাড়ীয়ায় নিয়ে আসেন। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মিরপুর থানার অফিসার ইন চার্জ মমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিতভাবে কেউ  অভিযোগ দিলে আইননত ব্যাবস্থা নেওয়া হবে।