প্রথম শ্রেণির পৌরসভা হয়েও কুষ্টিয়ায় নেই নাগরিক সুবিধা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রথম শ্রেণির পৌরসভা হয়েও কুষ্টিয়ায় নেই নাগরিক সুবিধা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়ক ঘেষে গড়ে উঠেছে বহুতল ভবন। নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগও আছে নাগরিকদের। যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি কুষ্টিয়া পৌরবাসীর। ৪২ দশমিক ৭৯ বর্গকিলোমিটার এলাকায় ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির কুষ্টিয়া পৌরসভা। সবশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা, ২ লাখ একুশ হাজার ৮শ’ ৬ জন। যা বর্তমানে আরও বেশি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কান্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী।

দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাক্সিক্ষত সেবা। অকেজো ড্রেনেজ ব্যবস্থা, চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগীসহ সাধারণ মানুষকে। নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক ঘেষে ভবন নির্মাণ, যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব। ফলে, সংকট বাড়ছে পৌরবাসীর। পৌর উন্নয়নে এডিবিসহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে। তবে ভবন সরিয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা- বলছেন পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, পৌরসভার প্রধান সড়কগুলো প্রশস্তকরণ, সংস্কার, ড্রেনেজ নির্মাণের কাজ শুরু হবে। আমাদের টেন্ডার শেষের পর্যায়ে রয়েছে। অনুমোদনের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।