মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুতুব উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুতুব উদ্দিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। কুষ্টিয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের” পক্ষে শহরের বিহারী কলোনি, নফরশা মাজার এলাকা, দেশোয়ালি পাড়াসহ রাজারহাট এলাকায় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

প্রচারণায় অংশ নিয়ে জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দেশে সুশাসন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে হবে। তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকারের নানা বাধা-বিপত্তি সত্ত্বেও ৩১ দফা দাবিতে তাদের কর্মসূচি চলমান রয়েছে। এদেশ থেকে ফ্যাসিস শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। পুরো কার্যক্রম ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে।