আজাদ সানি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে পুনর্বিবেচনার মাধ্যমে সাবেক ৩ বারের জনপ্রিয় সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবীতে পোড়াদহ বাজারে বিশাল মিছিল করেন নেতাকর্মী ও সমর্থকেরা। তাঁরা শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে হাজার হাজার সমর্থকেরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ বাজারের প্রধান প্রধান সড়কে বিশাল মিছিল করেন।
মিছিল শেষে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, “কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে যাঁকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা-কর্মীর সম্পর্ক নেই। তিনি কোন ভাবেই বিএনপি’র দক্ষ রাজনৈতিক নেতা নন। তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা। তাঁকে দিয়ে এই আসনে ধানের শীষের বিজয় আনা কোনোভাবেই সম্ভব নয়”। এসময় পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, “তৃণমূলের সিদ্ধান্ত এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে। ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা না করলে আসনটি জামায়াতের দখলে চলে যাবে।
তাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করে কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহীদুল ইসলামের নাম ফাইনাল প্রার্থী হিসাবে ঘোষনা করার জোর দাবী জানাচ্ছি”। পোড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস বলেন- “এই আসনে যাঁকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে এলাকার মানুষের তেমন কোন যোগাযোগ নেই। বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে তাঁকে আমরা কখনও মাঠে পাইনি। তাই অনতিবিলম্বে প্রার্থিতা প্রত্যাহার করে জনগণের নেতা উন্নয়নের রুপকার মাটি ও মানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার আহ্বান জানাচ্ছি”। এ সময় বিএনপি নেতা এমদাদ, বাবু, আজাদ, মালেক সহ মিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
