ভেড়ামারা প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, উপস্থিত ছিলেন রাজনীতি নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং মুক্তিযোদ্ধা প্রতিনিধিবৃন্দ। সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ বীর সন্তান, বীরাঙ্গনা এবং যুদ্ধকালীন সংগ্রামে অংশগ্রহণকারী গৌরবময় যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আর তাঁদের স্মৃতিই আমাদের প্রেরণার চিরন্তন উৎস। সভায় মহান বিজয় দিবসের ও শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ দিবসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এসময় উপজেলা পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সকল অফিসারসহ অন্য সকল দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জাব্বার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক জিয়ারুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
