আজাদ সানি ॥ নির্বাচনের পূর্ব শর্ত মোতাবেক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ৩১ দফার বাস্তবায়নে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের মহাসচিব ১২ দলীয় জোটের অন্যতম নেতা আহসান হাবিব লিংকনের পক্ষে আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আজিবার রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে হালসা বাজারে গণমিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির (কাজী জাফর গ্রুপ) সহ-সভাপতি এবং মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রবিউল ইসলাম! অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মসলেম উদ্দিন, আমিরুল ইসলাম মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
