বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পুলিশ লাইন্স কম্পাউন্ডে উদ্বোধন করা হলো ‘আম্র কানন’। গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সমাজে পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখতে চায়।
‘আম্র কানন’ সেই প্রচেষ্টারই একটি অংশ। এই উদ্যোগ ভবিষ্যতে কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যদের জন্য হবে প্রশান্তির ছায়া, আর পরিবেশের জন্য এক টুকরো সবুজ আশ্রয়।” জানা গেছে, পুলিশ লাইন্সের অব্যবহৃত জমিতে বিভিন্ন জাতের আমগাছ রোপণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এই ‘আম্র কানন’। জেলা পুলিশের উদ্যোগে পরবর্তীতে এই প্রকল্পের আওতায় আরও বৃক্ষরোপণ কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও মনোরম ও স্বাস্থ্যসম্মত করে তোলা হবে।
