কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের দুই উর্ধতন কর্মকর্তাকে হাইকোর্টে তলব - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের দুই উর্ধতন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করায় কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ ও সহকারি পরিচালক ও নির্বাচন কমিশনার সামী আব্দুল্লাহকে আগামী দুই সপ্তাহের মধ্যে স্বশরীরে আদালতে হাজির হয়ে আদেশ না মানার কারণ ব্যাখ্যা করার জন্য আদেশ জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। কারণ হিসেবে জানা গেছে, ২০২৪ সালে পূর্ব সদস্য তালিকা বা ভোটার দ্বারা কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করার জন্য আদেশ প্রদান করা হয়েছিল।

কর্তৃপক্ষ সেই আদেশ পালনে ব্যর্থ হয়েছে। সে প্রেক্ষিতে কারণ ব্যাখ্যার জন্য উক্ত দুজন কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হতে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। গত ২২-০৪-২০২৪ ও ২৮-০৫-২০২৪ রিট নাম্বার ৪৩৭২/২০২৪ এই রিটের দুইটা আদেশ হয়। এই আদেশের তারিখ হতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর বাইরে নয়। ২২ এপ্রিল যে আদেশ দিয়েছিল ২০২৪ এবং ২৮ শে মে ২০২৪ যে আদেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যাহার রিট নাম্বার ৪৩৭২/২০২৪ এই আদেশ মোতাবেক ২০২৪ সালের সমন্বয় পরিষদের যে সদস্য আছে তাদের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে এর বাইরে নয়। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।