বিএনপি পরিবারের মধ্যে কোন ভেদাভেদ করা যাবেনা: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি পরিবারের মধ্যে কোন ভেদাভেদ করা যাবেনা: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫

দৌলতপুর আসনে নেতা-কর্মীদের দিক নির্দেশনামূলক বার্তা 

এম আর সবুর দৌলতপুর ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল সারা বাংলাদেশে ২৩৭ জন নিজ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের তালিকায় কুষ্টিয়া ১ দৌলতপুর উপজেলা বিএনপির প্রার্থী হিসেবে রেজা আহমেদের নাম ঘোষিত হলে দৌলতপুর বিএনপির নেতা কর্মীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। রেজা আহমেদ বাচ্চু মোল্লা ঘোষনা শুনে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক তারাগুনিয়াস্থ বিএনপির প্রধান কার্যালয়ে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করেন। 

দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দলের নীতি নির্ধারণী ফোরামে বিচার বিশ্লেষণ করে আমাকে প্রার্থী মনোনীত করাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কৃতজ্ঞ। সেই সাথে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকদিন পূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ঢাকায় ডেকে  নির্দেশনা দিয়েছেন,  তিনি বলেছেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সকলের ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। প্রিয় দৌলতপুরবাসী, আপনারা, আমরা সবাই বিএনপি’র এক পরিবার।

বিএনপি পরিবারের মধ্যে কোন ভেদাভেদ করা যাবেনা এবং কোন প্রার্থী মনোনীত হওয়ার পরে কোন প্রকার আনন্দ মিছিল মিষ্টি বিতরণ এবং কারো প্রতি কোনো রকম অশালীন আচরণ করা যাবেনা, অতএব দৌলতপুরের সকল নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান আপনারা কোন প্রকার আনন্দ মিছিল কোন প্রকার মিষ্টির বিতরণ   করবেন না এবং কেউ কারো সাথে কোন প্রকার গ্যাঞ্জাম ফ্যাসাদে জড়াবেন না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কোন নেতা কর্মী যদি কোন প্রকারের গ্যাঞ্জাম ফ্যাসাদে লিপ্ত হয় তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বাচ্চু মোল্লার নাম ঘোষণার পর থেকেই দৌলতপুরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে। রাত দশটা পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি তার বাসায় লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় আজ সারাদিন তার বাসায় বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়নের নেতা কর্মীরা প্রিয় নেতার সাথে দেখা করার জন্য ছুটে আসে।

রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুপুর একটার দিকে দৌলতপুর বিএনপির সাবেক সভাপতি জনাব আলতাফ হোসেনের বাসায় দেখা করতে যান এবং তার সাথে কুশল বিনিময় করে তাকে তার সাথে থেকে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট করে দৌলতপুরের আসনটি  তারেক রহমানের  হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান। জনাব আলতাফ হোসেন বাচ্চু মোল্লার সাথে থেকে কাজ করার আশ্বাস দেন পাশাপাশি তিনি দৌলতপুরের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েলের বাসায় দেখা করে  তার সাথে কুশল বিনিময় করে বাসায় ফিরে দেখেন হাজার হাজার নেতা কর্মীরা তার বাসায় তার জন্য অপেক্ষমান ।

এভাবেই চলে ৮টা পর্যন্ত নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়। এদিকে মনোনয়ন বঞ্চিত শরিফ উদ্দিন জুয়েল সমর্থিত কিছু কর্মী দলের নির্দেশনা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে দৌলতপুর থানা চত্বর থেকে । এ বিষয়ে শরিফ উদ্দিন জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে সংযোগ পাওয়া যায়নি।