বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ সদর আসনের আওতাধীন শান্তিডাঙ্গা মোড় ও ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে, লিফলেট বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
গনতন্ত্র পুনরুদ্ধারে গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সাবেক সদস্য মতিয়ার রহমান মাস্টার। ইবি ছাত্র দলের আহবায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, ইবি ছাত্র সমন্বয়ক এস এম সুইট।
জেলা ছাত্র দলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মুক্তাদির রহমান। আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য ফিরোজুর রহমান ফিরোজ, ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম রকি, বিএনপি নেতা নুরুল ইসলাম, মহিত, রবিউল ইসলামসহ স্থানীয় কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে, ইবি গেটের সামনে দোকানপাট ও শান্তিডাঙ্গা মোড়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং দলের ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এই ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এদিকে গণসংযোগ চলাকালে সাধারণ মানুষও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
