কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশের কোথায় কি হয় আমি জানিনা। আমি স্পষ্ট বলতে চাই, কুষ্টিয়ার মাটিতে কোনো জাতীয় পার্টি, কোনো স্বৈরাচার, কোনো আওয়ামী লীগ, কোনো দুস্কৃতিকারীদের জায়গা হবেনা। বলে মন্তব্য করেছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় জাতীয় পার্টির নিষিদ্ধ করণ ও সঠিক তদন্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতৃবৃন্দের ওপর হামলাকারী ও নির্দেশদাতা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সকল অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
যুব অধিকার পরিষদ নেতা শাকিল আহমেদ তিয়াস বলেছেন, আপনারা দেখেছেন, ওই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে, কথা কওয়ার আগে নিজের শরীরে চলাতে পারেনা। এই বৃদ্ধ বয়সে নিজের কোনো খামখেয়ালিপনা থাকেনা। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলেন, পুলিশ আপনার কাছ থেকে অর্ডার না নিয়ে আঘাত হেনেছে আমার ভাইয়ের ওপর। তাহলে বলবো আপনি অথর্ব। যে স্বরাষ্ট্র মন্ত্রীর কথা না শুনে পুলিশ যখন হামলা করে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রী অথর্ব। অথবা যদি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অনুমতি নিয়ে জ্লুাই আন্দোলনের মহানায়কের গাঁয়ে হাত তোলে। তাহলে সেই স্বরাষ্ট্র মন্ত্রী অথর্ব। তারমানে আপনি যেই দিকে যাবেন। সেই দিকেই স্বরাষ্ট্র মন্ত্রী অথর্ব।
এরআগে, উপজেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কুমারখালী গড়াই সেতু এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ বের করেন। সমাবেশটি হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার প্রদিক্ষণ করে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় শেষ হয়।
এরপর সেখানে, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আইনজীবি তানভির রয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাধক হারুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুষ্টিয়া শহর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি এম এ শাহেদ রনজু, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহাজ্জ খান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কুমারখালী , কুমারখালী ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি আহমেদ, কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ফারহান নিলয়, গণঅধিকার পরিষদ নেতা বাচ্চু শেখ, সোলেমান, এজাজা, শাওন, সিয়াম, পাভেল, তুষার, সালাম, জাকির হোসেন প্রমূখ। তারা বলেন, দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ, ভিপি নুরের ওপর হামলাকারীদের দ্রুত চিহৃিত করে শাস্তি নিশ্চিতকরণ ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। অন্যথায় নতুন করে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে।
