কুষ্টিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কুষ্টিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) সকাল ১০টার সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে খরিপ-২/২০২২-২০২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল।
এ কর্মসূচীর আওতায় ২ হাজার কৃষকের প্রত্যেকের মাঝে ৫কেজি করে ধান বীজ, ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি ছাড়াও ৩৫০জন কৃষকের মধ্যে ১কেজি করে পেয়াজ বীজ এবং তার সাথে ২০কেজি এমওপি ও ২০কেজি ডিএপি সার, সুতুলি,পলিথিনসহ নানা উপকরন বিতরন করা হয়েছে।

