যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক, ক্রীড়া,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম মিকাইল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের আয়োজন করতে হবে।