এই পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এই পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৫

রঞ্জুউর রহমান ॥ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৭ জানুয়ারি ) সকাল দশটা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম,

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী এবং জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত সচিব ও ইউনিয়নের পরিষদের বিভিন্ন কর্মচারী, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, গ্রাম আদালত আইন সংশোধিত আইন এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত বছরের সেপ্টেম্বর বাংলাদেশের ২১টি জেলার ১৭২টি উপজেলার মোট ১ হাজার ৫৭১টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন,আমরা যারা সরকারি চাকরি করি তাদেরকে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্ব, আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। যেহেতু এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে মানুষের ভেতরে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে আগ্রহী কমে গিয়েছে। তাই ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে এবং উপকারভোগীদের সময়মতো সেবা দিতে হবে।আপনারা যে যেখানে আছেন নিজ নিজ কাজ নির্দিষ্ট সময়ে ও সঠিকভাবে করবেন এবং মানুষকে ঘোরাবেন না, কষ্ট দিবেন না।

ভোটার তালিকা হালনাগাদে জনসাধারণ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার, কুষ্টিয়া কুওয়াতুল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. তারিকুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী প্রভাষক মো. আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির  সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান প্রমুখ।