কুষ্টিয়ায় গরু ছাগলে ভূট্টা ক্ষেত খাওয়ায় মহিলাকে পিটিয়ে আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গরু ছাগলে ভূট্টা ক্ষেত খাওয়ায় মহিলাকে পিটিয়ে আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গরু ছাগলে ভূট্টা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মোছাঃ তিতুরন নেছা (৫০) নামে এক মহিলাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী। গতকাল রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা জোতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত মোছাঃ তিতুরন নেছা ঐ গ্রামের সাদ মোহাম্মদের স্ত্রী। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বামী সাদ মোহাম্মদ ও স্থানীয়রা জানান, দহকোলা জোতপাড়া গ্রামের মৃত মব্বত আলী মন্ডলের ছেলে আজিমদ্দিনের ক্ষেতের ভূট্টা অন্য কারও গরু ছাগলে নষ্ট করে এবং খায়।

এ নিয়ে মাঝে মধ্যে একই গ্রামের প্রতিবেশী সাদ মোহাম্মদের স্ত্রী মোছাঃ তিতুরন নেছাকে দোষারোপ করে আসছিল। গতকাল রবিবার সন্ধ্যার দিকে মাঠ থেকে বাড়ী ফেরছিল মোছাঃ তিতুরন নেছা। এসময় প্রতিবেশী আজিমদ্দিন এবং মৃত আব্দুল করিমের মেয়ে হাসিনা খাতুন মিলে পথের মাঝে লাঠিসোটা দিয়ে মোছাঃ তিতুরন নেছাকে পিটিয়ে আহত করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া সদর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।