কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলে বালু উত্তোলনের যন্ত্র ড্রেজার ও প্লাস্টিকের পাইপ ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। এলাকাবাসী জানায়, কুসলিবাসা-বাঁশগ্রাম সড়ক ঘেঁষে কালীগঙ্গা নদী। সেখানে অধ্যাপক আলী হোসেনের বাড়র পিছন থেকে ড্রেজার দিয়ে গত শনিবার থেকে বালু তুলছেন স্থানীয় হবিবারের ছেলে দুলাল শেখ। নদীতে বাঁধ দিয়ে সেই বালু রাখা হচ্ছে তীরে। অপরদিকে বাগুলাট এলাকায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম (৪৭) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (৫) এর ১ও ২ ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। রফিকুল উপজেলার বাগুলাট ইউনিয়নের বাগুলাট গ্রামের মুকুল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, অভিযান টেরে পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে বালু তোলার যন্ত্রটি অকেজো করা হয়েছে। এছাড়াও কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
