বাঁচতে চান ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত কুষ্টিয়ার সেলিনা বেগম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাঁচতে চান ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত কুষ্টিয়ার সেলিনা বেগম

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৪

নিজ সংবাদ ॥ ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত সেলিনা বেগম’র সাহায্যের আবেদন জানিয়েছেন দেশের বিত্তবান মানুষের প্রতি। তিনি কুষ্টিয়া জেলখানা মোড় আশ্রায়ন প্রকল্পের মৃত খোরশদ বিশ্বাস’র মেয়ে। বিগত ৭-৮ বছর আগে জানতে পারেন তিনি ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তখন টাকা পয়সার অভাবে অপরেশন করাতে পারেনি। গত ২ বছর আগে তার পরিবারের জমানো টাকা দিয়ে ক্যান্সারের অপারেশন কারান। তখন থেকে ব্রেষ্ট ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে আজ তার পরিবার নিঃস্ব।

সেলিনা বেগম বলেন, এখন তার মুখে খাওয়ার ক্যামো ও ইনজেকশন চলছে। যার জন্য তার প্রতি মাসে দরকার ১৫-১৭ হাজার টাকা। অভাবের সংসারে এখন তার পরিবারের পক্ষ থেকে কোন ভাবে তার চিকিৎসা চালনো সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। যদি সমাজের বিত্তবান-হৃদয়বান ব্যাক্তি, প্রতিষ্টান আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আরো কয়েকটাদিন বেঁচে থাকতে পারতাম। আমাকে সাহায্য পাঠানো মোবাইল নাম্বার (০১৭৯১-৯০৬৮২৩)।