খোকসায় সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সীমিত পালন করা হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে খোকসা উপজেলা চত্তরে স্বাধীনতা উত্তর এই প্রথম বারের মত এই মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সীমিত পালন করা হয়। সীমিত আয়োজনে সুর্যোদয়ের  সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮ টার দিকে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন। পরে বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খোকসা উপজেলা চত্তরে এসে শেষ হয়।

পরে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে কুজকাওয়াজ ও সালাম গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম, উপজেলার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা এ জেড রশিদ রেজা বাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এ সময় খোকসা উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সহ রাজনৈতিক নেতা বর্গ, মুক্তিযুদ্ধা, বিভিন সংগঠন সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।