মিরপুর পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরের তালবাড়িয়ায় মাদক বিক্রির সময় ১৯৭ বোতল ফেনসিডিল সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ ডিসেম্বর ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন চারুলিয়া এলাকার হাসান মালিথার স্ত্রী মোসাঃ রবিনা খাতুন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীও ফোর্স চারুলিয়া এলাকায় হাসান মালিথার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ রুবিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করে।

এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে রুবিনা খাতুনের স্বামী মাদক ব্যবসায়ী হাসান মালিথা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, আসামির বাড়িতে মাদক বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকসহ নারী আসামীকে হাতেনাতে গ্রেফতার করি। এ সময় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মিরপুর থানা এলাকায় পুলিশি টহল, ওয়ারেন্ট তামিল সহ সকল প্রকার অপরাধ নির্মূলে পুলিশে অভিযান জোরদার করা হয়েছে।