কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সংবাদ সম্মেলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সংবাদ সম্মেলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৪

মোশারফ হোসেন ॥ পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এই শ্লোগানকে প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালন উপলক্ষে কুমারখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ডিসেম্বর ) বিকেলে পৌর শহরের বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে কুমারখালী শাখার আয়োজেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হোসনেয়ারা রুবীর সভাপতিত্বে, উপজেলা মহিলা পরিষদ  শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী, সংবাদিকবৃন্দের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। এই সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা নীলা, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা, আন্দোলন সম্পাদিকা, মেরিনা আক্তার মিনা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা  বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে  উপজেলায় বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লা এর তৃনমূল কমিটি ও উপজেলা শাখার মাধ্যমে ধারাবারিকভাবে কাজ করে যাচ্ছে। এ বছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে “পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এ আহবানে চলতি বছরের ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত এই শাখায় বহুমুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করছে। শালিসের মাধ্যমে দাম্পত্য কলহ নিস্পত্তি করা হয়েছে। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে  এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থাসহ মামলায় প্রেরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারী ও কন্যার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, যা গভীর সংকট সৃষ্টি করছে। নারী নির্যাতন কিছুটা কমলেও অপরাধের ধরণ পাল্টেছে। আগে এসিড নিক্ষেপের ঘটনা বেশি সংগঠিত হতো। এখন অনলাইনে নারী নির্যাতন বেড়েছে।