খোকসা প্রতিনিধি ॥ খোকসা পৌর এলাকায় ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়ক দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। ভ্রাম্যমান আদালতে সহযোগীতাকারী উপজেলা ভূমি অফিসের পেশকার লোকমান আলী জানান, বারবার তাগাদা দেওয়া শর্তেও উপজেলা সদরের প্রধান সড়কের কিছু ব্যবসায়ী তাদের দোকানের সামনে রাস্তায় মালামাল রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।
এতে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছিল। সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলদার ব্যবসায়ীদের জরিমানা করেছে। তিনি আরও জানান, ব্যবসায়ী রবিউল ইসলাম, হাডওয়ার সামগ্রীর ব্যবসায়ী গোলাম ছরোয়ার ও সদর উদ্দিনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীরা সরকারী রাস্তা দখল মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
