জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকাল এগারোটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, সিভিল সার্জন ডাঃ মো. আকুল উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মো. আব্দুল লতিফ সেখ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম,

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, ছাত্র প্রতিনিধি আব্দুল আল মামুন সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্ত প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, তাঁরাও এখনো রাষ্ট্রের পুরো দায়িত্বের মধ্যে আসেননি। শহীদ ও আহত ব্যক্তিদের মধ্যে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ আছেন। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহীদ হয়েছেন। আন্দোলনে অনেকেই হাত, পা ও চোখ হারিয়েছেন। তাঁদের অবস্থা শোচনীয়। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের তালিকা সঠিকভাবে করতে হবে। যেন জুলাই অভ্যুত্থানে বিপক্ষে যাওয়া কোন ব্যক্তির নাম উঠে না আসে। এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।