ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার বীজ, সার বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার অডিটোরিয়ামে গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টার সময় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, মসুর, খেসারি শীতকালীন পেয়াজ, মুগ, অড়হর ও বোরোধান (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন।
বীজ, সার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি রফিকুজ্জামান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক টিপু সুলতান, ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, থানা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন, কৃষি কাজের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন উপকরণ ও অর্থ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের কৃষি কাজ করে সাবলম্বি হওয়ার জন্য পর্যায়ক্রমে মোট ২ হাজার ৭০০ জনের মাঝে বিনামূল্যে ১৪ ধরনের বীজ, সার প্রদান করা হবে। এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
