দৌলতপুর প্রতিনিধি ॥ ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে কোরয়ান তেলওয়াতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. তোফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ড. মোছাঃ ফারজানা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহাম্মেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দৌলতপুর দিবসটি পালনে এসব কর্মসূচীর আয়োজন করে।
