কুষ্টিয়ায় পিকআপ চাপায় ৭ বছরের শিশু নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পিকআপ চাপায় ৭ বছরের শিশু নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গায় দ্রুতগামী পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বাগডাঙ্গা উঁচু ব্রীজের নিকট এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আপন (৭)। সে বাগডাঙ্গা গ্রামের মজনুর ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার সময় বাগডাঙ্গা উঁচু ব্রীজের নিকট আবদুল মজিদের দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হচ্ছিলো আপন।

এ সময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামি দ্রুত এক পিকআপ শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় দ্রুতগামী পিকআপ টিকে কবুর হাট থেকে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।