রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় প্রতিমা‘র পরিহিত কাপড় নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় সময় কুষ্টিয়া পুরাতন শ্মশান ঘাটে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নাই। জানা যায়, কুষ্টিয়া পৌরসভার দত্তপাড়া শিবশক্তি পূজা মন্ডপের এর প্রতিমা বিসর্জনের জন্য কুষ্টিয়া পুরাতন শ্মশান ঘাটে আনা হয়। পরে স্থানীয় সহযোগিতায় প্রতিমা বিসর্জনের সময় প্রতিমার পরিহিত কাপড় ও গহনা নেওয়া কে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানায়, সকালে শিবশক্তি পূজা মন্ডপ প্রতিমা বিসর্জনের জন্য শ্মশান ঘাটে আনা হয়। নদীতে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে গেলে শ্মশান ঘাটে স্থানীয় কিছু ছেলে প্রতিমার গায়ে পরিহিত জামা কাপড় ও গহনা নেওয়া কে কেন্দ্র করে একে অপরের সাথে বাক বিতর্কে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষে লিপ্ত হয়।
ঘটানার বিষয়ে জানতে কুষ্টিয়া পূজা মন্ডপের সাধারণ সম্পাদক রমেশ চ্যাটার্জীর মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের নিজেদের মধ্যে মতভেদের কারণে কথা কাটাকাটি সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় ভাবে নিষ্পত্তি হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, কেউ হতাহত হয়নি।
