মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৪, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আমলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সুরুজ, আমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদিক মোহাম্মদ সোহাগ, সদস্য সচিব খন্দকার শাহিন আলম, আমলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাসির মল্লিক, আমলা ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান আলী,সদস্য সচিব আহসান হাবিব শিহাব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিহাদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নাসিরুজ্জামান রানা, যুবদল নেতা শাহিন ফকির, বজলুর রহমান প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী বলেন- আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, যে দলটি শান্তি প্রিয় দল। আমরা ভোটের রাজনীতি করি, তাই আমাদের নেতা তারেক রহমান আজকে দেশের শান্তি শৃঙ্খলা তথা দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজকে প্রায় ১৮ বছর বিদেশের মাটিতে বসে যেভাবে দলটি পরিচালনা করে এই পেশী শক্তির পতন ঘটিয়ে দেশে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে এনেছেন। তারেক রহমানের নির্দেশ, দেশে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করা যাবেনা।

দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিনত করতে হবে। এ সময় মিরপুর  উপজেলা বিএনপি ও আমলা ইউনিয়ন  বিএনপিসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান গত ২৪ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় মিরপুর বাজারে  গুরুতর আহত হোন। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমান তাঁর শারীরিক অবস্থা উন্নতের দিকে। এ সময়  বিএনপি নেতা বলেন রহমত আলী রব্বান কে যেন মহান আল্লাহ তায়ালা অতি দ্রুত সুস্থতা দান করেন সেই কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মী ও সূধী-শুভাকাঙ্খী এবং মিরপুর উপজেলা ও আমলা ইউনিয়ন বাসী মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করেন। যেন অতি দূরত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় চৌদুয়ার জামে মসজিদের ইমাম মো আশরাফুল ইসলাম দোয়া পরিচালনা করেন।