কুমারখালীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে চাপড়া ইউনিয়নের সাওতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাই সদস্য হাওয়া কে কেন্দ্র করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাওতা উওর পাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম লাল্টু(৪৫) এবং মৃত- আঃ খালেক এর ছেলে মিজানুর রহমান শাহিন(৪৭) এর  মধ্যে ম্যানেজিং কমিটি ও দলীয় সিদ্ধান্তের টানা পোড়েন চলে আসছিল।

উক্ত বিষয়কে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর  কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে একটি মিটিং এর মাধ্যমে মোঃ মিজানুর রহমান শাহিন কে বিদুৎসাই সদস্য নির্বাচিত হয়। এই নিয়ে উভয় পক্ষের বিরোধের অবসান ঘটে। কিন্তু উক্ত বিষয়কে কেন্দ্র করে গতকাল ২ অক্টোবর দুপুর ১ টার দিকে। বিদ্যুৎসাই পদ বঞ্চিত মোঃ সাইফুল ইসলাম লাল্টু(৪৫) তার কিছু সহযোগী নিয়ে সাওতা মাধ্যমিক বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক মোঃ আফাজ উদ্দিন কে গালিগালাজ করে এবং  সদ্য  বিদ্যুৎ সাই সদস্য মিজানুর রহমান শাহিন এর পদ বাতিল করতে চাপ প্রয়োগ করে।

তাৎক্ষণিক বিষয়টি শুনে বিদুৎ সাই মিজানুর রহমান শাহিন ও তার সহযোগী নেতাকর্মী নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। থানাকে অবহিত করলে বাধবাজার ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমারখালী মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়ছার বলেন, ম্যানেজিং কমিটির সদস্য বিষয়টি নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এমন কথা শুনেছি। এখন পর্যন্ত এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। এই বিষয়ে কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মিকাইল ইসলাম বলেন, এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।