বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদেরও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার, ১৮ সেপ্টেম্বর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কুষ্টিয়া জেলা যুবদল কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করেছেন।
তবে বিলুপ্ত কমিটির স্থলে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই জেলার সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি নতুন কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলা যুবদলের অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় কমিটির এই পদক্ষেপকে অনেকেই সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন।
