কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক অজ্ঞাত যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী রেল সড়কস্থ কয়া ইউনিয়নের গড়াই নদীর লোহার রেল সেতুর ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ জানায়, রোববার সকাল ১১ টার দিকে গড়াই নদীর লোহার রেল সেতুতে এক মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি।
তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মহির উদ্দিন বলেন, খবর পেয়ে গড়াই নদীর লোহার রেল সেতু থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। এটি দুর্ঘটনা, নাকি হত্যা তা ময়নাতদন্ত শেষে পরে জানানো যাবে বলে তিনি জানান।
