কুষ্টিয়া শহরস্থ কুঠিপাড়া-থানাপাড়া-আমলাপাড়ায় প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরস্থ কুঠিপাড়া-থানাপাড়া-আমলাপাড়ায় প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরস্থ কুঠিপাড়া, থানাপাড়া, আমলাপাড়ায় প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা। জেলার সদর উপজেলার কুঠিপাড়া, থানাপাড়া, আমলাপাড়া সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী বাঁধের উপর রমরমা ভাবে চলছে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ নানা প্রকার মাদকের রমরমা ব্যবসা। দিন-রাত প্রায় ২৪ ঘন্টাই এসব এলাকার মাদক ব্যবসায়ীরা  সক্রিয় হয়ে সিন্ডিকেটের মাধ্যমে চালাচ্ছে এই প্রাণঘাতী ব্যবসা ।

একদিকে যেমন মৃত্যুর কোলে ঢলে পরছে যুবসমাজের অন্যদিকে সর্বস্বান্ত হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো। প্রশাসনের নাকের ডগায় এসব রমরমা ব্যবসা চললেও যেন দেখার কেউ নাই। এই এলাকাগুলোতে নতুন করে স্থায়ী ও ভাসমান অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ তারিখের পর থেকে দেখা যাচ্ছে। পুলিশের কোন পদক্ষেপ না থাকায় প্রকাশ্যে বিক্রয় করা হচ্ছে মাদকদব্য। আবার কেউ কেউ মাদক কেনা-বেচার দালালি করে অর্থ হাতিয়ে নিচ্ছে টাকা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। বিশেষত কুঠিপাড়া এলাকায় গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল, টাপেন্টাডলসহ সব ধরনের মাদক পাওয়া যায় খুব সহজেই। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।  কুঠিপাড়া বড়ড্রেনর মোড় থেকে বিজয়ের শোরুমের সামনের রাস্তায় ওপেনে চলছে মাদক ব্যাবসা।

এছাড়া থানাপাড়া, আমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় নাম প্রকাশে ইচ্ছুক নয় এমন এলাকাবাসির অভিযোগ এ্যাড. আজিম, গোলাপী, লিপি, সায়ূম, ক্ইায়ুম, মাফু, পাখি, কাজলি, সজিব, জাফর, রাজিব, শিপন, আমিরুল, লালু, মাসুদ, আইয়ূব সহ আরও ১০ থেকে ১২ জন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এইসব এলাকায়। এলাকাবাসি বলেন এ্যাড. আজিমের নামে একাধিক মাদক মামলা রয়েছে ও ওয়ারেন্ট থাকার পরেও কোনএক অদৃশ্য কারনে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন। প্রশাসনের ব্যার্থতার কারনে কুঠিপাড়াসহ কুষ্টিয়ার প্রতিটি ওয়ার্ডে মাদকের স্পট বসিয়ে চলছে প্রাণঘাতী এই ব্যাবসা।এর ফলে এই এলাকার যুব সমাজ দিনের পর দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে । এতে ভুক্তভোগী পরিবারগুলোর অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে হতাশায় ভুগছে ।

কুষ্টিয়া পৌর এলাকার কুঠিপাড়া, আমলাপাড়া, থানাপাড়া  হাত বাড়ালেই মিলছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও যৌন উত্তেজক ইয়াবা সহ নানা নেশাদ্রব্য। এতে বেশির ভাগ উঠতি বয়সের ছেলেদের এ নেশা করতে দেখা গেছে। হাতের নাগালের কাছে ও স্বল্প মূল্যে পাওয়া যায় বলে এ নেশায় জড়িয়ে পড়ছে অনেক ধর্ণাঢ্য পরিবারের সন্তানরা। এলাকাবাসিদের অভিযোগ আমরা বারবার এলাকায় মাদক বিক্রয় বন্ধ করলেও এগুলা আবার চালু হয়ে যাচ্ছে আমরা শত চেষ্টা করব বন্ধ করতে ব্যর্থ হচ্ছি প্রসাশনের কোন পদক্ষেপ না থাকায়। এসময় তারা আরো বলেন আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা হুমকির মুখে আছি এদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত আছি আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন প্রশাসন এসব এলাকাকে মাদক মুক্ত করে দেয় না হলে ভবিষ্যতে আমাদের সন্তানদের উপর প্রভাব পড়বে।

এলাকাবাসি এসময় আরো বলেন এসব মাদক বিক্রিতাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করলে যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ঝুঁকে পড়বে। ফলে সমাজে দেখা দেবে বিভিন্ন রকমের অপরাধ মুলক কার্যকলাপ। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছূক এক মাদক ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে প্রতি মাসে নগদ নারয়ন দিয়ে তাদেরকে ম্যানেজ করে ব্যবসা করছি সুতরাং আমাদের বিরূদ্ধে লিখে কিছুই হবে না । এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) বলেন আপনি মাদকদব্য নিয়ন্ত্রনের অফিসে ফোন দেন আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে কুষ্টিয়া মাদকদব্য নিয়ন্ত্রন অফিসের মোবাইল ফোনে কল দিলে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।