প্রেস বিজ্ঞপ্তি ॥ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া সাত মাইল কদমতলা নামক স্থানে সাতক্ষীরা হতে ময়মনসিংহগামী ‘‘কাজী এন্টারপ্রাইজ” (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৮০৯৬) বাসে মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১ কেজি ক্রি*ষ্টাল মেথ আ*ইস, ১০০ এমএল এর মোট ০৩ বোতল এল*এস*ডি, সিটি গোল্ডের চুড়ি-৩০ জোড়া, কানের দুল-১০৫ জোড়া, গলার চেইন-৪৭ পিস, গলার হার-০১ পিস, আংটি-২৫ পিস উদ্ধার করে। এ ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
