কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১০, ২০২৩
কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত

কুষ্টিয়ায় ঈদুল আযহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবার প্রায় জেলায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। গতবারের চেয়ে এবার বেশি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুতকরনের কাজ নিরলসভাবে করে চলেছে খামারিরা।

কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত

কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত

কুষ্টিয়ায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত

জেলার খামারীগুলোতে চলছে কোরবানির পশু মোটাতাজা করণের কাজ। ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। ইতিমধ্যে জেলার পশুহাটগুলোতে কিছুটা কোরবানির পশু কেনাকাটা শুরু হয়েছে। এবারো নানা আকৃতির বড় গরুগুলো বাহারি নাম নজর কেড়েছে সবার।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার কুষ্টিয়া জেলায় ১৭৫৯০টি খামারে ১৭৭৭৭৮টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে গরু রয়েছে ৯৭৮০১টি, ছাগল ও ভেড়া ৭৮৬৭৬টি এবং মহিষ ১৩০১টি। গতবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছিলো গরু ৯৩৯৪৯টি, ছাগল ৬৩৪৪৯টি, ভেড়া ১৭২১টি ও মহিষ ১৪৫২টিসহ মোট ১৬০৫৭১টি গবাদিপশু। যা গতবারের চেয়ে এবার বেশি ১৭২০৭টি গবাদিপশু। এসব গবাদিপশুগুলোর মধ্যে কুষ্টিয়া সদরে রয়েছে-গরু ৩০২২৯টি, মহিষ ৩৩৪টি, ছাগল ২১৪৬৮টি, ভেড়া ৩১৫টি।

দৌলতপুর উপজেলায় গরু ১৮৪৪৯টি, মহিষ ৩৩৩টি, ছাগল ২১১৮৭টি ও ভেড়া ৫৩১টি। ভেড়ামারা উপজেলায় গরু ১৬১৪টি, মহিষ ৩৫৯টি, ছাগল ১১০১টি। মিরপুর উপজেলায় গরু ২৪১৬০টি, মহিষ ৭৭টি, ছাগল ৭৩৮০টি, ভেড়া ৩৮৫টি। কুমারখালী উপজেলায় গরু ১৫৫৫৯টি, মহিষ ১৭টি, ছাগল ৭৩৫৭টি, ভেড়া ২০৯টি। এছাড়া খোকসা উপজেলায় রয়েছে গরু ৭৭৯০টি, মহিষ ১৮১টি , ছাগল ১৭২৬৮টি এবং ভেড়া ১৪৭৫টি।

কুষ্টিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় খামারি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুলিয়া গ্রামের ফজলু আলী। যার খামারে রয়েছে ৫০টিরও বেশি গরু। যেগুলো তিনি কোরবানির পশুহাটে তুলবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিস। কুষ্টিয়া জেলায় প্রস্তুতকৃত ১৬টি পশুহাটে এসব গবাদিপশু কোরবানির জন্য বিক্রি ছাড়াও দেশের বিভিন্ন জেলার হাটগুলোতে বিক্রি করা হবে।

কুষ্টিয়ার কোরবানির পশুরহাটে নজর কাড়ছে বাহারি নানা নামের গরু। যেগুলোর দাম হাকানো হচ্ছে সাধ ও অসাধ্যের মধ্যে। কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বলেন, এবার ঈদুল আজহা উপলক্ষে জেলায় প্রায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত আছে। বিভিন্ন খামারে বড় বড় গরু আছে। কোরবানি উপলক্ষে খামারিদের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখছি। সব ধরনের সহযোগিতা করে আসছি। তবে গতবারের চেয়ে এবার কিছুটা বেশি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা রয়েছে। আশা করছি এবারের চেয়ে আগামী কোরবানির ঈদে আরোও বেশি গবাদিপশু কোরবানির জন্য খামারিরা পালন করবে।

আরও পড়ুন: