দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া-দৌলতপুরের খলিশাকুন্ডিতেও  বিএনপি‘র উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন হয়েছে। এই অবস্থান কর্মসুচিতে বিএনপি ও এর অঙ্গ  সংগঠন সমুহের নেতা কর্মীগনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

গতকাল বিকালে খলিশাকুন্ডি পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনার চত্তরে, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হলে প্রথমেই কোরান থেকে তেলওয়াত করেন মৌলভি ফরজ উল্লাহ। পরে উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের মধ্যে থেকে অনেকেই আবেগঘন বক্তব্য রাখেন।

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক নির্যাতিত নেতাও উপস্থিত ছিলেন তাদের মধ্যে মুল্যবান বক্তব্য রাখেন, কহর মালিথা, হাসান আহাম্মেদ, সুমন গাজী, আরোজুল্লাহ, আতিয়ার রহমান, আসাদুল হক, আনোয়ারুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), ইকবাল হোসেন, খাইরুল ইসলাম, মঈনুল ইসলাম ও আব্দুল বারী প্রমুখ। আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা চেয়ে বক্তাগন তাদের বক্তব্যে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষন করেন। খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জমির উদ্দিন মন্ডলের তত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন যুব নেতা একলাচুর রহমান।