পুলিশ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবেনা ঃ সেনাবাহিনী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পুলিশ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবেনা ঃ সেনাবাহিনী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ হামলা, ভাঙচুর, লাটপাট বন্ধে এবং সংখ্যালঘু ও জানমালের নিরাপত্তায় কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ আইন শঙ্খলা বিষয়সক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (১০ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়ায় দাঁয়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন মো. সাকলাইন বলেন, চলমান পরিস্থিতিতে পুলিশ মাঠে না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।

সেই সুযোগে দুষ্কৃতিকারীরা অপরাধ করার পায়তারা করছে। শুধু সেনাবাহিনীর একার পক্ষে পরিবেশ স্বাভাবিক করা সম্ভব নয়। পুলিশ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবেনা। দেশের স্বার্থে পুলিশ বাহিনীকে দ্রুত মাঠে নামার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ যেন নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে সেজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. লুৎপর রহমান, উপজেলা জামায়েত ইসলামের আমির মো. আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোটেক জয়দেব বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান আলী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমূখ।

বক্তারা বলেন, কুমারখালী থানা পুলিশের অগ্রণী ভূমিকায় উপজেলায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি। দেশের বিভিন্ন এলাকায় থানা পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। তবে জামাত, বিএনপির প্রশংসনীয় উদ্যোগে এখানে থানায় কোনো হামলার ঘটনা ঘটে। তবে কিছু সুবিধাবাদী অসাধু দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাট চালিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সভাপতির বক্তব্যে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদের সঙ্গে লেয়াজু কমিটি করা হবে। সভা শেষে বিশেষ দোয়া মাহফল অনুষ্ঠিত হয়।