আমাদের সকলকে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিত করতে হবে: সাইদুল ইসলাম
আমাদের কাছে সব সময় অনেক তথ্য থাকে, এই তথ্যগুলো স্মার্টলি সবার কাছে পৌঁছে দিতে হবে, প্রান্তিক মানুষের কাছে স্মার্টলি সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আজকের আলোচনা সভার মূল বিষয়।একটা সময়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাইতে অনেক সময় লাগতো তবে ডিজিটাল বাংলাদেশে যেকোনো তথ্য একেবারে গ্রাম অঞ্চলে স্মার্টলি পৌঁছে দেওয়া যায় খুব অল্প সময়ে। গ্রাম অঞ্চলের মানুষ বর্তমান সময়ে ঘরে বসেই স্মার্ট সেবা ও তথ্য পাচ্ছে। তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এসব কথা বলেন।

আমাদের সকলকে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিত করতে হবে: সাইদুল ইসলাম
এসময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে, এদেশে বর্তমানে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেক মাধ্যম রয়েছে।বর্তমান সময়ে স্কুল কলেজে এলইডি স্কিন সহ নানা প্রযুক্তি মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্টলি পড়াশোনা করতে পারছে।বর্তমান সময়ে যেকোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব অল্প সময়ে স্মার্ট ভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব, তাই আমাদের সকলকে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিত করতে হবে।
৮ জুন বেলা বারোটায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়
এসময় তথ্য প্রচারে স্মার্ট কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়া সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহরিয়ার হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম আক্তারুজ্জামান মাছুম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু।

জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা,আব্দুল হাই সিদ্দিকী, শেখ মেহেদী ইসলাম, খাদিজা খাতুন, সিফাতুর রহমান, কাজী শারমীন নেওয়াজ, ঈষিতা আক্তার সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাগণ।
