কুমারখালীতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৫, ২০২৪

মোশারফ হোসেন ॥  গত শনিবার ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম, গতকাল রোববার (১৪ জুলাই) নেমেছে প্রায় অর্ধেকে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। কুমারখালী  বাজারে কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা বিক্রি করতে দেখা গেছে।

যা একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ বিক্রি হয়েছিল। বিক্রেতারা জানান, গত শনিবারও ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। বাজারে দেখা গেছে, মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।

সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম দাম পেঁপের। কুমারখালী বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। পটল ৬০ টাকা; চিচিঙ্গা ৭০ টাকা; ঢেঁড়স, ধুন্দল, কচুর মুখি ও বরবটি ৬০ টাকা; বেগুন ৭০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া শসার কেজি ৬০ টাকা এবং টমেটোর ১৮০ টাকা। শনিবারের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগির কেজি ২৮০  টাকা।