কুমারখালীতে জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৯, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ স্বস্তিদায়ক পরিবেশে বেঁচে থাকার জন্য এবং প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা পেতে কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থার উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধিসহ নানা জাতের ১০০ টি গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুলাই) সকালে কুমারখালী সরকারি কলেজ ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ করা হয়।

কুমারখালী জনকল্যাণ সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমসের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, অধ্যাপক আজিজুল হক স্বপন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক রাসেল মোশাররফ, শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ নেতা ও সংস্থাটির স্বেচ্ছাসেবী প্রমূখ।

এবিষয়ে কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, স্বস্তিদায়ক পরিবেশে বেঁচে থাকার জন্য এবং প্রকৃতির অত্যাচার থেকে রক্ষা পেতে অধিক হারে গাছ লাগানোর প্রয়োজন।

জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস বলেন, প্রতিবছরের ন্যায় এবারো মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে মেহগনি, আকাশ মনি, আমলকীসহ বিভিন্ন ধরনের ১০০ টি গাছের চারা রোপন করা হয়েছে।