নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মো. আসিফ আলী প্রামানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার ২০ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখনো উদ্ধার হয়নি গুলিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। এর আগে পূর্ব শত্র“তার জেরে ১৩ জুন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আসিফকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পার্শ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের নীরব।
গুলিতে আহত আসিফ সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী। সে আড়কান্দি গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের ছেলে। ঘটনার দুদিন পর (১৫ জুন) আসিফের মা রুনি খাতুন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা করেন। এতে মামলায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা মোল্লাপাড়ার নিরব আলিকে (১৭) প্রধান ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় বলে ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে।
রুনি খাতুন বলেন, আমরা আতঙ্কের মধ্যে আছি, এখন পর্যন্ত মামলার আসামি গ্রেপ্তার হয়নি, আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি। তিনি আরো বলেন, ‘আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। তার অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (২ জুলাই) আবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খুব অর্থ কষ্টের মধ্যেও আছি। জানতে চাইলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেছেন, আসিফের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে।
ঘটনার পর থেকে আসামি নিরব পলাতক রয়েছেন। তাই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা যায়নি। পুলিশ তৎপর রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
