নিজ সংবাদ ॥ গতকাল মঙ্গলবার (২জুলাই) কুষ্টিয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ” সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন রোমার নেতৃত্বে সক্রিয় ফোর্স সাথে নিয়ে ভেড়ামারা ও দৌলতপুর থানার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তিনজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪৫), রিফায়েতপুর এর মৃত আনোয়ার হোসেনের ছেলে, মোঃ মেহেদী হাসান (২৭), ভেড়ামারা উপজেলার মানিকপাড়া জগশ্বর গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ হাসেম আলী হাসান (৩০)। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে আব্দুর রাজ্জাক ও মেহেদী হাসানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং হাসেম আলী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উক্ত মাদক বিরোধী অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
