কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ের মহাসড়ক বেহাল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ের মহাসড়ক বেহাল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৯, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ের মহাসড়কের অংশবিশেষ বেহাল দশায় পরিণত হয়েছে। মহাসড়কের প্রায় এক হাজার মিটারজুড়ে ঢেউ খেলানো রেললাইন সদৃশ সারি সারি উঁচু ঢিবি ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কটির কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ের এক হাজার থেকে দেড় হাজার মিটার পর্যন্ত ঢেউ খেলানো রেললাইন সদৃশ সারি সারি উঁচু ঢিবি ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দেবে গেছে এক থেকে দেড় ফুট।

বিগত দেড় থেকে দুই বছর ধরে মহাসড়টির এই বেহাল দশা বিরাজমান। জনগুরুত্বপূর্ণ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর ও ঢাকাগামী অসংখ্য বাস-ট্রাক চলাচল করে। এছাড়া মোটরসাইকেল ও অটোরিকশাসহ শত শত ছোট যানবাহনগুলো চরম ঝুঁকি নিয়ে চলাচল করে।

এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশটি এর আগে কয়েক দফায় সংস্কার করা হলেও তা টেকসই হচ্ছে না।  বাসস্ট্যান্ড মোড়ের দোকানদার শফিকুল ইসলাম বলেন, ঝুঁকিতে চলাচল করেছে যানবাহন-পথচারী। সংস্কারের অভাবে মহাসড়কে সৃষ্ট ঢিবি যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিব চৌহান জানান, বাসস্ট্যান্ড মোড়ে ক্ষতিগ্রস্ত মহাসড়কের অংশটি দায়সারাভাবে মেরামত হওয়ায় তা টেকসই হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি করেন তিনি।  কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, ক্ষতিগ্রস্ত অংশটুকু ঢালাই করে মেরামত সম্পন্ন করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলে সড়কটির সংস্কার কাজট বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, মহাড়কের ক্ষতিগ্রস্ত অংশটুকু বারবার সংস্কার করেও টেকসই হচ্ছে না।