কুষ্টিয়া খোকসা উপজেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া খোকসা উপজেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২২, ২০২৪

মোশারফ হোসেন।। দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার (১৯ জুন) সকাল ১০ টা ৩০ মিনিটে খোকসা উপজেলা পরিষদের “মুক্তির মন্ত্র” চত্বরে সৌন্দর্যবর্ধন, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে খোকসা উপজেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৪ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্যোক্তা মিডিয়া ব্যক্তিত্ব উজ্জ্বল রায়ের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মূর্শেদ শান্ত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, ইসরাত জাহান পূনম।

বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে আমরা সবাই খোকসাবাসী গ্রুপের প্রধান এ্যাডমিন রবিউল আলম বাবুল, সমাজকর্মী আহসান নবাব, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র মহাসচিব আনোয়ার হোসেন, পল্লী গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মিশন, ব্যবস্থাপনা পরিচালক সায়েম হোসেন সুজন, বৃক্ষ রোপণ কর্মসূচির সমন্বয়ক ইফতেখার মাশরুর গালিব, নাহিদুজ্জামান শয়ন, শাহরিয়ার মামুন, সামিউল, আহসান উল্লাহ কিরণ, বদরুজ্জামান দূর্জয়, নাসরীন বীণা, বাংলাদেশ স্কাউট-খোকসা উপজেলা শাখা, রেডক্রিসেন্ট, জোনাকীর আলো ফাউন্ডেশন, হালিমা ফাউন্ডেশন সেচ্ছাসেবক হিসেবে বৃক্ষ রোপণ বাস্তবায়ন করবেন।

খোকসার প্রতিটি ইউনিয়নে উদ্বোধন পরবর্তী প্রতিটি ইউনিয়নের গ্রামীণ রাস্তার দুপাশে পরিবেশ বান্ধব ১০০০ নিম গাছের চারা ও উপজেলাব্যাপী মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।