মিরপুরে সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ  জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৬, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। গত বুধবার (১২ জুন) তারিখে জেলা শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবিরের নিকট থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। গত (৭ জুন) জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়। অত্র শিক্ষা সপ্তাহে কুষ্টিয়া জেলার শিক্ষা অফিস মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ কে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ পর্যায়ে) হিসাবে নাম ঘোষনা করেন। উল্লেখ থাকে যে, ২০০৯ ও ২০১৬ সালেও ফলাফলের ভিত্তিতে সার্বিক বিবেচনায় অত্র কলেজটি জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসাবে ঘোষনা করেছিলেন। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করে আসছে। কলেজটি’র ভাল ফলাফলের জন্য অধ্যক্ষ সাহেব মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।  এবং মিরপুর উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসন, বিচারক মন্ডলী ও যাদের আন্তরিকতায় কলেজটিকে জেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্যবৃন্দ ও সম্মানীত শিক্ষক মন্ডলীদের এবং শুভাকাঙ্খিদের প্রতি যাদের সার্বিক সহযোগিতায় কলেজটি’র ফলাফল উত্তরোত্তর উন্নতি সাধিত করেছে তাদের প্রতি অধ্যক্ষ মহোদয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে কলেজটি’র ভাল ফলাফলের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।