নিজ সংবাদ ॥ বাঙ্গালী জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৭ জুন) বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড শিলা বসু, মতসজীবিলীগের সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, উপ প্রচার সম্পাদক আঃ লতিফ দিঘা, উপ-দপ্তর সম্পাদক সাহাজ্জুল হোসেন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
