ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিভিন্ন অব কাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জাহিদুর রহমান মন্ডল প্রকল্প পরিচালক বৃহত্তম কুষ্টিয়া জেলা। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার ৩০ মিনিটের সময় বৃহত্তম কুষ্টিয়া জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুর রহমান মন্ডল। উপজেলা চত্বরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন পরামানিক, পরে ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল সহ অফিসের কর্মকর্তাদের সাথে ভেড়ামারা উপজেলার উন্নয়ন মুলক অবকাঠামো সম্বন্ধে আলাপ আলোচনা হয়। এবং ভেড়ামারা উপজেলায় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন ব্রীজ, কালভার্ট, রাস্তার কাজের পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন বৃহত্তম কুষ্টিয়া জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুর রহমান মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ সহ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
