কুষ্টিয়া সড়ক বিভাগের ব্যানারে বানান ভুল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সড়ক বিভাগের ব্যানারে বানান ভুল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৮, ২০২৪

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

নিজ সংবাদ ॥ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক নির্দেশিকায় বাঁশের সরু ব্রিজ, ভারি যানবাহন ও নিষেধ লেখা বাংলা বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। সেখানেই অনেকেই নানা মন্তব্য করছেন। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার রাজাগলির গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের ওপর দিয়ে পারাপারে বাঁশের সরু ব্রিজে এমন নির্দেশিকায় ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি এই কাজের সাথে জড়িত সংশ্লিষ্টদের সমালোচনাও করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পুরনো ব্রিজ ভেঙে নতুন করে প্রায় ১৮কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ঈগল চত্বর সংলগ্ন নতুন নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তাই পথচারীদের চলাচলে বাঁশের সরু ব্রিজ তৈরী করেন সওজ। পৌর বাসিন্দারা বলছে, পুরনো ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি ভেঙে পথচারীদের চলাচলের জন্য আলাদা পথ তৈরী না করেই নামমাত্র বাঁশের সরু ব্রিজ করে কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এই নিয়ে সাধারণ পথচারীরা ক্ষুব্ধ হয়েছেন ও প্রকাশ করেছেন ক্ষোভও। তাই অতিলম্বে মজবুত ও টেকসই চলাচলের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সড়ক বিভাগের কাছে দাবী জানিয়েছেন তারা। এ বিষয়ে কথা বলতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।