ইমরান হোসেন ॥ কুষ্টিয়ার জগতি কৃষক পাড়ায় জিকে ক্যানালের খাল দখল করে ভরাট করছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি একই এলাকার মৃত আনসার আলী শেখের ছেলে মোঃ সরাফত শেখ (৫২)। তিনি সরকারি জিকে ক্যানালের খাল দখল করে ভরাট করছে এবং স্থানীয় বাসিন্দাদের পানি বের হওয়ার রাস্তাটি ও বন্ধ করে দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য সরজমিনে গিয়ে দেখা যায় জিকের জায়গা দখল করে ভরাট করার বিষয়টি পুরো সত্য । ঘটনা স্থলে অভিযুক্ত সরাফত শিখকে পাওয়া জায়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এখন বর্ষা মৌসুমে পানি বের না হলে আমরা ডুবে যাবো আর এই জায়গায় পানি বের হওয়ার একমাত্র পথ। সরকারি যায়গা গায়ের জোরে যদি কেউ বন্ধ করে দেয় তা হলে পরিবার ও ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে পানিতে ডুবে মরা ছাড়া আমাদের আর কনো উপায় নেই। এই জিকের জায়গাটি ভরাট হলে পানি বন্দির আশংকায় থাকবে প্রায় ১২০ এর অধিক পরিবার। এছাড়া কৃষি জমিতে সেচের জন্য অনেক বড় ক্ষতির মুখে পড়বে কৃষকেরা। এলাকাবাসী আরও বলেন, জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা হলে ঘটনাস্থলে এসআই আশিক পরিদর্শন করে কাজ বন্ধ করে দিলেও পুলিশের অনুপস্থিতিতে আবারো মাটির ভরাট কাজ চালিয়ে যান।
