মিলন খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বহরমপুর গ্রামে কৃষক রেজাউল ইসলামের ১২ শতক জমির পটল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনায় গতকাল সোমবার (২০ মে) সরোজমিনে গিয়ে দেখা যায় মোহন শেখের ছেলে রেজাউল ইসলাম ( ৪০) তার ১২ শতক জমির উপরে মাচা পদ্ধতিতে পটলের আবাদ করে আসছেন। দুটি মাচার অর্থাৎ প্রায় দুই শতক জমির পটল গাছ উঠিয়ে ফেলানো হয়েছে। এ বিষয়ে রেজাউল ইসলাম এর দাবি একই গ্রামের নাজির মোল্লার ছেলে রুলু মোল্লা (৩০) তার পটলের ক্ষেতের সর্বনাশ করেছে। তিনি বলেন আমি লিজকৃত জমির উপরে অনেক কষ্ট করে চাষাবাদ করে যাচ্ছি পূর্ব শত্র“তার জের ধরে। আমার এ সর্বনাশ করেছে এ ক্ষতিতে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। এ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাই। এ ঘটনার সত্যতা জানতে একই গ্রামের নাজির মোল্লার ছেলে রুলু মোল্লার বাড়িতে গেলে তাকে পাওয়া না গেলেও তার স্ত্রী এ বিষয়ে বলেন আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা যদি তার ক্ষতি করতাম তাহলে শুধু দুটি মাচা নয় তার সমস্ত ক্ষেতই নষ্ট করে দিতাম অতএব আমাদের উপরে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।
