পৌর মেয়র আনোয়ার আলীর ৮০তম জন্মদিন পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পৌর মেয়র আনোয়ার আলীর ৮০তম জন্মদিন পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার মেয়র ও কুষ্টিয়া আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা জননেতা আনোয়ার আলীর ৮০তম জন্মদিন। ১৯৪৪ সালের ১৯ মে তাঁর নানা মরহুম জেহের আলী মন্ডলের আড়ুয়াপাড়াস্থ বাড়িতে তিনি জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম মনোয়ার আলী ও মরহুমা নুরজাহান বেগমের ৬ পুত্র ও ৩ কন্যার মধ্যে প্রথম সস্তান। তিনি ১৯৭১ সালে নিজের জীবনবাজী রেখে ঝাঁপিয়ে পড়েন মহান স্বাধীনতা যুদ্ধে। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কুষ্টিয়াবাসীর দোয়া ও ভালবাসায় তিনি বারংবার কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়ে কুষ্টিয়া পৌরসভা সহ কুষ্টিয়ার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন। এই মহান মানুষটি এখন অসহায় মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছেন। জন্মদিনের এ অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার পৌর পরিষদ সহ পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ প্রিয় নেতা আনোয়ার  আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।