মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ছালেহ উদ্দিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) সোহেল রানা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন স্বাক্ষরিত এক পত্রে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেয়া হয়। ছালেহ উদ্দিন ২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সার্বিক শিক্ষার মান অনেকটাই পরিবর্তন করেছেন ফলে ইতিপূর্বে মাদ্রাসাটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ ছালেহ উদ্দিন এবং পাশাপাশি মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা অধ্যক্ষ ছালেহ উদ্দিন সহ অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও তারা যাতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নির্বাচিত হতে পারেন, এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
